খেলাফত মজলিসের সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংগঠনটির মহাসচিব জালালুদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত গণসমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে উক্ত বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম দেন।
উপদেষ্টা মাহফুজ আলমকে সতর্কবার্তা
জালালুদ্দিন আহমেদ বলেন, ‘তৌহিদ মানে যারা এক আল্লাহকে বিশ্বাস করেন। কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম তাদের উগ্রবাদী বলে সম্বোধন করেছেন। এটি গোটা মুসলমান সম্প্রদায়ের প্রতি অবমাননাকর। তিনি যদি তার বক্তব্য প্রত্যাহার না করেন, তবে জনগণ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
মাহফুজ আলমের মন্তব্য
গত সোমবার এক ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন, আর যদি মব করেন, তবে আপনাদেরও শয়তান হিসেবে গন্য করা হবে।’ তিনি আরও বলেন, ‘তৌহিদি জনতা দেড় দশক পর শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছে, কিন্তু তাদের উগ্রতা এ শান্তি বিনষ্ট করতে পারে।’
পরে মঙ্গলবার রাতে আরও এক পোস্টে মাহফুজ আলম তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি কোনো হুমকি দিইনি, বরং সতর্ক করেছি। মব সংস্কৃতি আমাদের জাতীয় সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।’
বাংলাদেশ পর্যটন করপোরেশনের সংশোধিত নিয়োগ,
নবম গ্রেডসহ বিভিন্ন পদে নেবে ৩৫ জন
পুলিশ হাসপাতালে চাকরি, পদ ২৯, আবেদন শেষ মঙ্গলবার
ব্র্যাক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, লাগবে না অভিজ্ঞতা
মামুনুল হকের প্রতিক্রিয়া
সমাবেশে প্রধান অতিথি হিসেবে খেলাফত মজলিসের আমির মামুনুল হক উপদেষ্টাদের সতর্ক করে বলেন, ‘সুশীলগিরি করবেন না। আমরা রাজপথে রক্ত দিয়ে আজকের অবস্থানে এসেছি। আমাদের করুণার পাত্র মনে করলে মোকাবিলা করে দেখুন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতাও বিপন্ন হবে। যারা ইসলামবিরোধী, তারাই স্বাধীনতার শত্রু।’
শেখ হাসিনা ও তসলিমা নাসরিন প্রসঙ্গ
মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা ও তসলিমা নাসরিন যৌথভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের এজেন্ডা প্রতিহত করতে জনগণ প্রস্তুত।’
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান
তিনি বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাহসী ভূমিকা রেখেছে। আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আমরা একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ব যেখানে দলমত নির্বিশেষে সবার অধিকার থাকবে।’
সমাবেশের নেতৃত্ব
গণসমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আবুল বাশার। এতে দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।