শেরপুরে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে শেরপুর পৌরসভার পূর্বশেরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন:
- গৌরব দে (২৫) – শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর এলাকার বাসিন্দা।
- রনি (১২) – শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়াপরাণপুর গ্রামের বাসিন্দা।
তারা দুজনই পৌর নিউ মার্কেটের ‘তুলির ছোঁয়া’ নামের একটি ছাপাখানার কর্মচারী ছিলেন।
কীভাবে দুর্ঘটনা ঘটে
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা গেছে,
- শনিবার গভীর রাতে শেরপুর থেকে জামালপুরগামী একটি মাইক্রোবাস প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকেও আঘাত করে।
- ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গৌরব ও রনি নিহত হন।
- গুরুতর আহত হন মোটরসাইকেলচালক শুভ।
- অটোরিকশায় থাকা তিন যাত্রীও আহত হন।
উদ্ধার অভিযান ও তদন্ত
খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান।
সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান,
- দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
- তবে চালক পালিয়ে গেছেন।
- ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ এ দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।