ক্লাউদিও এচেভেরি, Messi,

বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার দলে তরুণদের জোয়ার, প্রথমবার ডাক পেলেন এচেভেরি

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে লড়াইয়ের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়, যার মধ্যে অন্যতম হলেন প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি। অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ প্রতিভা।

যদিও তার দল চ্যাম্পিয়ন হতে পারেনি, তবুও ছয় গোল করে তিনি প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন এবং নিজের প্রতিভার ঝলক দেখান। বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা এচেভেরি এবার জাতীয় দলের জার্সিতেও আলো ছড়ানোর সুযোগ পাচ্ছেন। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে হয়তো আর্জেন্টিনার মূল স্কোয়াডেও জায়গা করে নিতে পারেন তিনি।

এচেভেরির পাশাপাশি আরও কয়েকজন উদীয়মান খেলোয়াড় সুযোগ পেয়েছেন এই দলে। সিরি ‘আ’ ক্লাব বোলোনিয়ার হয়ে খেলা সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন দমিনগেজ আর্জেন্টিনার হয়ে জায়গা করে নিয়েছেন। এই মৌসুমে ক্লাব ফুটবলে দারুণ ফর্মে থাকা দুই তরুণ মিডফিল্ডার ইতোমধ্যেই নজর কেড়েছেন ফুটবলপ্রেমীদের। এ ছাড়া কোমোতে খেলা মাক্সিমো পেরোনেও স্কালোনির স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।

তবে তারুণ্যের এই দাপটে জায়গা হারিয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। অফফর্মের কারণে বাদ পড়েছেন মার্কোস আকুনিয়া ও গুইদো রদ্রিগেজ। অন্যদিকে, ইনজুরির কারণে দলে নেই লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস সেনেসি।

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে। এরপর ২৬ মার্চ ভোর ৬টায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ঐতিহ্যবাহী প্রতিপক্ষ ব্রাজিলের বিপক্ষে। তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে গঠিত এই দল কীভাবে পারফর্ম করে, সেটিই এখন দেখার বিষয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *