মাসদাইরের আনোয়ারের বিরুদ্ধে কংকালের হাড় বিক্রির অভিযোগ

মাসদাইরের আনোয়ারের বিরুদ্ধে কংকালের হাড় বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জের মাসদাইর পৌর কবরস্থানে কংকালের হাড় বিক্রির অভিযোগ উঠেছে করোনা যোদ্ধা টিম খোরশেদের অন্যতম সদস্য মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের মতে, এক যুবকের হাতে একটি চিকন হাড় তুলে দিচ্ছিলেন আনোয়ার হোসেন। সেই সময় কবরস্থানে উপস্থিত কয়েকজন যুবকের দৃষ্টিগোচর হয় ঘটনাটি। হাড়টি হাতে দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন আনোয়ার হোসেন।

পরে কবর জিয়ারত করতে আসা যুবকেরা সেই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আটক যুবক আব্বাস জানান, তিনি অসুস্থ এবং সুস্থতা লাভের জন্য মৃত মানুষের হাড় সংগ্রহ করেছেন। এটি দিয়ে ওষুধ তৈরি করা হবে বলে দাবি করেন তিনি।

আব্বাস আরও জানান, আনোয়ার হোসেন তার কাছে কংকালের হাড়ের বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করেছিলেন, তবে তিনি ৩ হাজার টাকা প্রদান করেন। তিনি আরও স্বীকার করেন যে, কয়েক মাস আগেও একই কবরস্থান থেকে তিনি আনোয়ার হোসেনের কাছ থেকে কংকালের হাড় সংগ্রহ করেছিলেন।

এ ঘটনার পর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মৃত ব্যক্তিদের মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে আনোয়ার হোসেনের বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, প্রতিবেদকের কাছে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ এসেছে, যেখানে আনোয়ার হোসেনকে কংকালের হাড় তুলে দিতে দেখা গেছে। ভিডিওটি যাচাই-বাছাই করে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগেও আনোয়ার হোসেনের বিরুদ্ধে কংকালের হাড় বিক্রির অভিযোগ উঠে এবং নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা ও কয়েকটি গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবুও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *