বায়তুল মোকাররম মসজিদের ইমামদের বেতন কত, বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব কে, বায়তুল মোকাররম মসজিদের ইমামের নাম, বায়তুল মোকাররম মসজিদ ঢাকার কোথায় অবস্থিত, বায়তুল মোকাররম মসজিদের প্রথম খতিব কে, বায়তুল মোকাররমের ছবি, বায়তুল মোকাররম মসজিদের ইতিহাস, বায়তুল মোকাররমের নতুন খতিব,

বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের ৫টি জামাত হবে

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজ সকাল ৭টা থেকে শুরু হয়ে বেলা পৌনে ১১টা পর্যন্ত পাঁচটি পর্যায়ক্রমে জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল উদযাপিত হতে পারে।

প্রথম জামাতটি হবে সকাল ৭টায়, এবং এর ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এর ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদের প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।

তৃতীয় জামাত হবে সকাল ৯টায়, এবং এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন জাতীয় মসজিদের খাদেম মো. আবদুল হাদী।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এই জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের খাদেম মো. আলাউদ্দীন।

পঞ্চম এবং শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় মসজিদের খাদেম মো. আক্তার মিয়া।

যদি কোন জামাতে ইমাম উপস্থিত না থাকেন, তবে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *