মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে, আজ মঙ্গলবার দেশের বিভিন্ন কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত হয়েছেন মোট ১০১ জন। এর মধ্যে ১৮ জন হলেন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষার পরিদর্শক এবং ৮৩ জন পরীক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সারাদেশে ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষার প্রথম দিনেও অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন। পরপর দুই দিনে এই অনুপস্থিতির সংখ্যা ইঙ্গিত দিচ্ছে, প্রথম দিন যারা পরীক্ষা দেয়নি, তাদের বড় একটি অংশ দ্বিতীয় দিনেও উপস্থিত হয়নি। তবে আজ নতুন করে কিছু শিক্ষার্থীও অনুপস্থিত রয়েছে।
আজকের পরীক্ষায় যেসব পরিদর্শক বহিষ্কার হয়েছেন, তাদের মধ্যে ১৫ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এবং বাকি ৩ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩৬ জন কারিগরি বোর্ড, ৩১ জন সাধারণ ৯টি শিক্ষা বোর্ড এবং ১৬ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত।
পরীক্ষার প্রথম দিন অসদুপায় গ্রহণের কারণে ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। তুলনামূলকভাবে দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা বেড়েছে।
২০২৫ সালের এসএসসি ও সমমানের এই পাবলিক পরীক্ষা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। যা গত বছরের তুলনায় প্রায় ১ লাখ কম। এবার সারা দেশে মোট ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।