প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মাইক্রোসফট এবার আনতে যাচ্ছে একটি উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক, যার নাম ‘কম্পিউটার ইউজ’। এই স্মার্ট এআই সহযোগী কম্পিউটার কিংবা ল্যাপটপে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। এতে সময় ও শ্রম বাঁচবে, বাড়বে কাজের দক্ষতাও।
প্রাথমিকভাবে মাইক্রোসফটের কোপাইলট স্টুডিও প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই এআই এজেন্ট ব্যবহারকারীর হয়ে বিভিন্ন রকমের প্রশাসনিক ও বিশ্লেষণমূলক কাজ যেমন বাজার বিশ্লেষণ, ইনভয়েস প্রক্রিয়াকরণ ইত্যাদি নিজের মতো করে সম্পাদন করতে পারবে—এবং এসবের জন্য আলাদা করে কোনো এপিআই সংযোগের দরকার হবে না।
এই প্রযুক্তির অন্যতম আকর্ষণ হলো—এটি গুগল ক্রোম, মাইক্রোসফট এজ এবং ফায়ারফক্সসহ যেকোনো আধুনিক ওয়েব ব্রাউজারে কাজ করতে সক্ষম। এমনকি ওয়েব ইন্টারফেসে হঠাৎ পরিবর্তন বা ক্যাপচা চলে এলে তা সামলানোর ক্ষমতাও এতে রয়েছে।
এজেন্টটি কেবল কাজই করে না, প্রতিটি ধাপের বিস্তারিত রেকর্ড সংরক্ষণ করে রাখে যাতে ব্যবহারকারী যেকোনো সময় তা পর্যালোচনা করতে পারেন। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হলেও নিয়ন্ত্রণ থাকছে ব্যবহারকারীর হাতে।
নিরাপত্তা ও গোপনীয়তার দিক থেকেও মাইক্রোসফট আশ্বস্ত করেছে ব্যবহারকারীদের। এই এজেন্ট ব্যবহার করে সংগৃহীত কোনো তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে না। এটি সরাসরি মাইক্রোসফটের নিজস্ব সার্ভার থেকে পরিচালিত হবে, ফলে আলাদা কোনো হার্ডওয়্যারও প্রয়োজন হবে না।